সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
স্থানীয় নির্বাচন

কেন্দ্র দখল-জাল ভোটের অভিযোগ গণনার সময় গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

দেশের আটটি জেলার ১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন;  দুই পৌরসভার মেয়র পদে উপনির্বাচন; ২ জেলা পরিষদের কাউন্সিলর পদ; ৭ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উপনির্বাচন এবং ৬৫ ইউপির শূন্য পদে উপনির্বাচন শেষ হয়েছে গতকাল। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এসব নির্বাচনে ব্যাপক জাল ভোট প্রদান এবং কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। দিনাজপুরে বিরলে পুলিশের গুলিতে মোহাম্মদ আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়। এ ছাড়া মুন্সীগঞ্জের আড়িয়ল ইউপির উপনির্বাচনে জাল ভোট দেওয়ার চিত্র ধারণ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পারসন। এ সময় ক্যামেরা ভাঙচুর করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের ৫টি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোটারদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার ও জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুই মেম্বার প্রার্থীসহ আটজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  জানা গেছে, তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে মেম্বার প্রার্থী নুর নবী ও শাহজাহান (চলমান মেম্বার) ও একই কেন্দ্রের এজেন্ট গিয়াস উদ্দিন এবং মো. দিদারকে আটক করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনস চন্দ্র। ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় রোকেয়া বেগম নামে এক নারীকেও আটক করে পুলিশ। এর আগে হোসেনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে বাঙ্গাখা ইউপির রাজীবপুর ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের ধাওয়াসহ মারধরের অভিযোগ ওঠে। তবে তা অস্বীকার করেন অভিযুক্ত প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শেখ জামান রিপন। পটুয়াখালী : পটুয়াখালীতে ছদ্মবেশে বোরকা পরে এক সাধারণ সদস্যের পক্ষে জাল ভোট দিতে গিয়ে শাহনাজ বেগম (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। পরে তাকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। গতকাল দুপুর ১টার দিকে সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের ১৬৪ নম্বর পশ্চিম ভায়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা : সাতক্ষীরায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ৭ নম্বর আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। তবে ৭ নম্বর ওয়ার্ড মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাইমারি কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোট গ্রহণ শুরুর পূর্ব মুহূর্তে সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুর বাজারে সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে আওয়ামী লীগ সমর্থিত চেয়রম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের জিয়াউল ইসলাম জিয়ার কর্মী সমর্থকরা বাধা প্রদান করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের প্রার্থী আবদুর রউফ সরদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ৯টার দিকে আবারও ভোট কেন্দ্রের সামনে থেকে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার কর্মী সমর্থক ও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুর রউফ সরদারের কর্মী-সমর্থকদের তাড়িয়ে দেয়। পরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ন কবির ও পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। তবে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে ২০ থেকে ৩০ মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কেন্দ্রের সামনে দিয়ে মহড়া দিতে দেখা গেছে। মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার চিত্র ধারণ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর ক্যামেরাপারসন। এ সময় তার ক্যামেরাও ভাঙচুর করা হয়। গতকাল বেলা আড়াইটার দিকে ইউনিয়নের উত্তর কুরমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আমির হোসেন জানান, জেলা নির্বাচন কর্মকর্তা জাল ভোট দেওয়ার সময় একজন নারীকে হাতেনাতে আটক করেন। সেই ছবি নেওয়ার সময় পাশ থেকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দুলাল হাওলাদার প্রথমে আমাকে বাধা দেন এবং পরে ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে মারতে তেড়ে আসেন। এরপর নির্বাচন কর্মকর্তা কেন্দ্র ত্যাগ করার সঙ্গে সঙ্গে ১০০-২০০ লোক কেন্দ্র দখল করার উদ্দেশে কেন্দ্রে ঢুকে পড়েন। আমি সেই চিত্র ধারণ করতে থাকলে চেয়ারম্যান প্রার্থী দুলাল ‘ওই শালারে ধর’, ‘ওরে মার’ বলে চিৎকার চেঁচামেচি করে আমাকে মারধর শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালটে প্রতীক ভুল থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে এ নির্বাচন স্থগিত করা হয়।  টাঙ্গাইল : হিটস্ট্রোকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম আখতার মুক্তার মৃত্যু হয়েছে। প্রার্থীর স্বামী আরিফুর রহমানের দাবি, প্রচ- গরমে তার স্ত্রী হিটস্ট্রোকে মারা গেছেন। গতকাল নির্বাচন কমিশন উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।

দিনাজপুরে ভোট গণনার সময় গুলিতে নিহত-১ : দিনাজপুর বিরলের আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের গুলিতে মোহাম্মদ আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন সাতজন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। গতকাল রাত ৯টার দিকে গুলিবিদ্ধ মোহাম্মদ আলীকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। মোহাম্মদ আলী  বিরলের সিংগুইল গ্রামের মাহমুদ বক্সের ছেলে।

 পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে গতকাল সিঙ্গুল হামিদ হামিদা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের ওপর হামলা করে। পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে প্রথমে ফাঁকা গুলি করেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করলে ৬০-৭০ রাউন্ড শটগান থেকে গুলি ছোড়া হয়। এ সময় গুলিতে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে পড়ে যায়। স্থানীয়রা আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ সুপার দাবি করেন। জেলা প্রশাসক শাকিল আহমেদ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর