সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন

অ্যান্টনি ব্লিঙ্কেন

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে চীন হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি চীন সফরের শেষ দিন গত শুক্রবার দেওয়া গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন। সূত্র : সিএনএন।

সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আসন্ন মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ করার চীনা প্রচেষ্টার প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। ব্লিঙ্কেন বলেন, ‘আমরা দেখেছি আমাদের নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টা চলছে; সম্ভবত হস্তক্ষেপ করার চেষ্টা চলছে। আমরা এ প্রচেষ্টা দ্রুত বন্ধ হওয়া নিশ্চিত করতে চাই। আমরা খুব সাবধানে নির্বাচনে চীনের হস্তক্ষেপ পর্যবেক্ষণ করছি। এটি আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ খবরে বলা হয়, ব্লিঙ্কেন যখন এই সাক্ষাৎকার দিচ্ছিলেন তখনো শীর্ষ মার্কিন কর্মকর্তারা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংসহ বিভিন্ন চীনা কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৈঠক করছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি বিষয় ছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত ও মস্কোকে চীনের সমর্থন। তিন দিনের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অ্যান্টনি ব্লিঙ্কেন। নানা বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান টানাপোড়েনের মধ্যেই চীন সফরে গিয়েছিলেন তিনি। অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তখনো ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন যাতে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করার চেষ্টা না চালায়- এমন বার্তা শিকে দিয়েছিলেন জো বাইডেন। সে সময় জিন পিং তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, চীনের পক্ষ থেকে এমন কোনো কাজ করা হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে, চীন আসন্ন মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে তারা হস্তক্ষেপ করে না। কারণ অন্য কোনো দেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বেইজিং সব সময়ই মেনে চলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর