সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
রুহুল কবির রিজভী

দুর্নীতি আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। কেন? ব্যাংকে লুটপাট ও দুর্নীতি হয়েছে। এই লুটকারীরা হচ্ছে আওয়ামী লীগের এমপি ও মন্ত্রী, তা না হলে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। ব্যাংকের টাকা লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকরা না পায়, এ সব আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের উদ্যোগে বিএনপির কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। রিজভী বলেন, যারা ব্যাংক ডাকাতি করছে, লুটপাট করছে, নদী-নালা, খাল-বিল দখল করছে, অন্যায়, অবিচার ও দুর্নীতি করছে- তারা সবাই ক্ষমতাসীন দলের লোক, এটা আজ প্রমাণিত। তারা আজ দুর্দান্ত প্রতাপে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর