সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নেতা-কর্মীদের গ্রেফতার সরকারের প্রতিদিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

নেতা-কর্মীদের গ্রেফতার সরকারের প্রতিদিনের কর্মসূচি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেফতার ও কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দায়ের এখন সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে।  গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। 

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহিতুর রহমান হেলালসহ এক ডজনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেফতারের ঘটনায় এ বিবৃতি দেন তিনি।  বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারির ডামি ও একতরফা নির্বাচন ক্ষমতালোভী আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে। রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রাখা হয়েছে। অন্যদিকে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গ সংগঠনসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন ও দমনপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উল্লিখিত নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি মহাসচিব মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর