সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
দোহারে সাংবাদিকের ওপর হামলা

থানায় মামলা এখনো গ্রেফতার হয়নি কেউ

সাভার প্রতিনিধি

ঢাকার দোহারে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি তানজিম ইসলামের ওপর হামলার ঘটনায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে মামলা হয়েছে। মামলায় একজনের নামসহ অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করা হয়েছে। তবে গতকাল রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতারের তথ্য জানাতে পারেনি পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর জয়পাড়ায় অবস্থিত জয়পাড়া সিটি সেন্টার অ্যান্ড নুরুল ইসলাম টাওয়ারের পাশের রাস্তায় এ হামলার শিকার হন তানজিম। এ সময় তার সঙ্গে থাকা টাকা, ক্যামেরা ও পেনড্রাইভও ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মামলার এজাহারের বরাতে ওসি হারুন অর রশিদ বলেন, হামলার ঘটনায় সাংবাদিক নিজেই বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেছেন। এর তদন্ত কাজ চলছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এ ছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে তানজিমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা জেলা, দোহার ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর