শিরোনাম
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

উপাচার্য ও শিক্ষক নেতাদের হাতাহাতি

♦ নজিরবিহীন কাণ্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ♦ ২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

উপাচার্য ও শিক্ষক নেতাদের হাতাহাতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও শিক্ষক সমিতির নেতাদের মধ্যে হাতাহাতি হয়। ভিডিও থেকে নেওয়া ছবি -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষকদের একাংশের নানা দাবি আদায়ে বিভিন্ন দফতরে তালা দেওয়ার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাগানো তালা খুলে ভিতরে প্রবেশ করতে গিয়ে উপাচার্য লাঞ্ছিত হয়েছেন। এ সময় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ থেকে জানা গেছে, রবিবার দুপুর ১টায় প্রক্টোরিয়াল বডির নেতৃত্বে কুবি শিক্ষক সমিতির লাগানো তালা ভাঙতে যান অন্য অংশের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। একপর্যায়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে নিচতলায় অবস্থানরত শিক্ষক সমিতির নেতারা তাঁকে বাধা দেন। কয়েকজন ধাক্কা দেন। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। এক পর্যায়ে শিক্ষকরা উপাচার্যকে নিয়ে কক্ষে প্রবেশ করেন। তাঁকে কক্ষে পৌঁছে দিতে সাহায্য করা শিক্ষার্থী, প্রক্টরসহ অন্যরা নিচে নামলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপাচার্য বলেন, ‘কার্যালয়ে প্রবেশ করতে গেলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান আমাকে ধাক্কা দেন। ধাক্কা সামলে আমাকে কার্যালয়ে পৌঁছে দিতে সাহায্য করেন কিছু শিক্ষক ও ছাত্র। ওই ছাত্ররা নিচে নেমে এলে শিক্ষক সমিতির নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। চারজনকে তারা পিটিয়ে জখম করে। প্রক্টরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে চাওয়ায় কিছু শিক্ষক মারমুখী হয়ে উঠেছেন। আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হলেও তারা সাড়া দিচ্ছেন না। ক্লাস বন্ধ করে আন্দোলনের নামে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছেন।’ অন্যদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘উপাচার্যের দাবি সঠিক নয়। তিনি লোকজন দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছেন। হামলায় সমিতির সদস্যরা আহত হয়েছেন।’

এদিকে ঘটনার পর শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদকসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেছেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার। অন্যদিকে উপাচার্যসহ ২০ জনের নামে থানায় হামলার পাল্টা অভিযোগ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের এ অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি। শিক্ষক সমিতি থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি।’

সর্বশেষ খবর