শিরোনাম
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন

প্রতিদিন ডেস্ক

যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন

ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তা বাড়ানোর লক্ষ্যে নতুন ‘সংকট সফরের’ শুরুতে গতকাল রিয়াদে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সূত্র : বিবিসি। মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদির পর জর্ডান ও ইসরায়েল সফরে যাবেন ব্লিঙ্কেন। খবরে বলা হয়, যুদ্ধোত্তর গাজার পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে সৌদি রাজধানীতে সফররত উপসাগরীয় আরব ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ব্লিঙ্কেন। অবশ্য এর আগেও গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দফায় দফায় বৈঠক করেছেন।

সর্বশেষ খবর