শিরোনাম
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মন্ত্রী-এমপি ও সরকারি কর্মকর্তারা হস্তক্ষেপ করলে প্রার্থিতা বাতিল

রাজবাড়ী প্রতিনিধি

দেশের মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তারা নির্বাচনে হস্তক্ষেপ করলে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রার্থিতা বাতিল হবে। এ ব্যাপারে তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি আরও বলেন, নির্বাচনে দল থেকে কাউকে কোনো সমর্থন দেওয়া হচ্ছে না। নির্বাচনে অনেক মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তার স্বজনরা থাকতে পারেন। তারা কোনো অবস্থাতেই নির্বাচনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন না।

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে রাজবাড়ী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরেছে। গতকাল (রবিবার) দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। সেখানে ভালো ভোটার উপস্থিতি হয়েছে। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তবে তাদের সমর্থকরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। রাজবাড়ীতে ভালো নির্বাচন হবে। মতবিনিময় সভায়, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, ৪৭ বিজিবি-এর সেকেন্ড ইন কামান্ড মেজর রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওলিউল ইসলামসহ উপজেলা নির্বাহী কর্মাকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর