শিরোনাম
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
হাই কোর্টের নির্দেশ

স্কুল-মাদরাসা বন্ধ বৃহস্পতিবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন। তবে সেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান আছে, ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল রেহেনা সুলতানা, মো. সামিউল সরকার ও আশিক রুবায়েত।

হাই কোর্টের আদেশের পর শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার আগামী ২ মে, বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে শিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে আজ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের ২৭ জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসব জেলার মধ্যে রয়েছে- খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে- আবহাওয়া অধিদফতরের সঙ্গে পরামর্শক্রমে এসব জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যমতে, চলমান তাপপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন গতকাল হাই কোর্টের নজরে আনেন আইনজীবী মনির উদ্দিন। এই গরমের মধ্যে স্কুল-মাদরাসার শিক্ষার্থীরাও এমন ঝুঁকির মধ্যে আছেন বলে আদালতকে জানান তিনি। আদালত বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল রেহেনা সুলতানা, মো. সামিউল সরকার ও আশিক রুবায়েত। তবে সেসব স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান আছে, ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়। হাই কোর্টের নির্দেশের পর গতকাল বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে যাব। গতরাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর সূত্র জানায়, হাই কোর্টের চিঠির কপি পেলে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিলে তা জানানো হবে। প্রসঙ্গত, পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতরের পর স্কুল-কলেজ-মাদরাসা খোলার কথা ছিল গত ২১ এপ্রিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় ২৭ এপ্রিল পর্যন্ত। এরপর ২৮ এপ্রিল সারা দেশের স্কুল-কলেজ-মাদরাসা খুলে দেওয়া হয়। কিন্তু চলমান তাপদাহ সহনীয় পর্যায়ে না আসায় গতকাল রাজধানী ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বন্ধ রাখা হয়েছিল।

 

 

সর্বশেষ খবর