বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা
লোকসভা নির্বাচন

ভারতে প্রার্থীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

কলকাতা প্রতিনিধি

ভারতের সাত দফা লোকসভা (সংসদের নিম্নকক্ষ) নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ ৭ মে মঙ্গলবার। এ দফায় ভোট নেওয়া হবে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৪ আসন এলাকায়। এগুলো হচ্ছে গুজরাট (২৬), কর্ণাটক (১৪), উত্তর প্রদেশ (১০), মহারাষ্ট্র (১১), মধ্যপ্রদেশ (৮), ছত্তিশগড় (৭), বিহার (৫), অসম (৪), পশ্চিমবঙ্গ (৪), গোয়া (২), দাদরা এবং নগর হাভেলি, দমন এবং ডিউ (২), জম্মু-কাশ্মীর (১)। পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হবে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ-এ চার আসনে। এ দফায় দেশজুড়ে ১ হাজার ৩৫২ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে ১৮ শতাংশ অর্থাৎ ২৪৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ১৭২ জনের বিরুদ্ধে রয়েছে মারাত্মক অভিযোগ। ভোট-নজরদার সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)’-এর রিপোর্টে উঠে এসেছে এ তথ্য। এর মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা, ২৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা, ৩৮ জনের বিরুদ্ধে নারীদের ওপর অত্যাচার সম্পর্কিত মামলা, ১৭ জনের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার মামলা রয়েছে। তৃতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া প্রার্থীর মধ্যে ৩৯২ জন (২৯ শতাংশ) কোটিপতি। এদের গড় সম্পত্তির পরিমাণ ৫.৬৬ কোটি রুপি। সম্পদের দিক থেকে তালিকায় শীর্ষে থাকা বিজেপি প্রার্থী পল্লবী শ্রীনিবাস ডেম্পোর সম্পদের পরিমাণ ১ হাজার ৩১৬ কোটি রুপি। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও বিজেপি প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সম্পদের পরিমাণ ৪২৪ কোটি রুপি। কংগ্রেস প্রার্থী ছত্রপতি সাহু সাজির সম্পদের পরিমাণ ৩৪২ কোটি রুপি। পল্লবী লড়ছেন সাউথ গোয়া আসনে; সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা আসনে, অন্যদিকে মহারাষ্ট্রের কোলাপুর আসনে লড়ছেন ছত্রপতি। ৬৩৯ প্রার্থীর (৪৭%) শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, ৫৯১ জন (৪৪%) স্নাতক বা উচ্চশিক্ষার অধিকারী। তৃতীয় দফায় যে ৯৫ লোকসভা আসনে নির্বাচন হবে তার মধ্যে ৪৩টি লাল সতর্কতাযুক্ত। এর অর্থ এ কেন্দ্রগুলোয় তিন বা তার অধিক প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলার রয়েছে। লোকসভার চতুর্থ দফা ভোট হবে ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট ১ জুন। গণনা ৪ জুন।

সর্বশেষ খবর