বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

ব্যবসায়ী হত্যায় সাতজনের মৃত্যুদণ্ড যাবজ্জীবন ১০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামের ব্যবসায়ী হারুন আহমেদ হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আজিজুল হক গতকাল এ রায় দেন।

মৃত্যুদণ্ডের আসামিরা হলেন- জালাল আহমেদ, মিলন মিয়া, ফজল মিয়া, কুতুব আলী, রফিক মিয়া, জাকির হোসেন ও আব্বাস মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ছায়েদ আলী, নিমতাজ আলী, মতলিব মিয়া, কুতুব উদ্দিন, সালাম মিয়া, জিয়াউর রহমান, আয়াত আলী, ইছাক আলী, জজ মিয়া ও ইব্রাহিম মিয়া। বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, ২০০৩ সালে ১৪ ফেব্রুয়ারি হুরগাঁও গ্রামে এলাকার মুরুব্বি ব্যবসায়ী হারুন মিয়াকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের ভাই সুমন ৪৭ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। আসামির মধ্যে আটজন মৃত্যুবরণ করেছেন। বাকি ২২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়েন দণ্ডপ্রাপ্তদের স্বজনরা।

 

 

 

সর্বশেষ খবর