বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

বিশ্বকাপ স্কোয়াডে আসছে চমক

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার শেষ দিন আজ। আজকের মধ্যে আইসিসির কাছে পাঠাতে হবে ১৫ সদস্যের স্কোয়াডের চূড়ান্ত নাম। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত, ইংল্যান্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। জমাও দিয়েছে বিসিবির কাছে। তাতে থাকছে একাধিক চমক। আজই দল ঘোষণা করবে বিসিবি। দলে চমকের নাম সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং বর্ষিয়ান ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অবশ্য  বিসিবি চাইলে নিয়ম মেনে ২৫ মে’র আগে দল বদলে ফেলতে পারে। তবে টিম ম্যানেজমেন্টের খুব বেশি আগ্রহ নেই বাইরে থেকে ক্রিকেটার নেওয়া। যে ১৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড, সেখান থেকেই নেওয়া হবে ক্রিকেটার। অবশ্য ৩ তারিখে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই স্কোয়াডে হয়তো যোগ হতে পারেন সাকিব আল হাসান, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। ২০ দলের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের ২টি খেলা মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ২টি ওয়েস্ট ইন্ডিজে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ডালাসে এবং ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ। ম্যাচ দুটির ভেন্যু সেন্ট ভিনসেন্ট। ৩৭ বছর বয়স্ক মাহমুদুল্লাহ এক সময় দলকে নেতৃত্ব দিয়েছেন। মাঝে ছন্দ হারিয়ে বাদ পড়েছিলেন। এখন আবার ফিরেছেন। তিনি বিশ্বকাপ খেলবেন প্রায় নিশ্চিত। ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন, সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। সাইফুদ্দিন ১৮ মাস পর ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

 

সর্বশেষ খবর