বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা
জ্বালানি তেল

ডিজেল কেরোসিনে এক টাকা, পেট্রলে আড়াই টাকা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে ডিজেল ও কেরোসিনে এক টাকা এবং পেট্রলে আড়াই টাকা বেড়েছে। গতকাল রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়। পুনঃনির্ধারিত এ মূল্য আজ পয়লা মে থেকে কার্যকর হবে। সরকার চলতি বছরের মার্চ মাস থেকে বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় শুরু করেছে। এরই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য প্রতি লিটার ১০৬ টাকা থেকে এক টাকা বৃদ্ধি করে ১০৭ টাকা করেছে। আর পেট্রলের বর্তমান মূল্য প্রতি লিটার ১২২ টাকা থেকে দুই টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১২৪ টাকা ৫০ পয়সা এবং অকটেনের বর্তমান মূল্য প্রতি লিটার ১২৬ টাকা থেকে দুই টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১২৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল প্রতি লিটার ৯০ দশমিক ৭৬ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৩০.৬৯ টাকা এবং পেট্রল প্রতি লিটার ১০৩ দশমিক ৯৪ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৪৯.৬৭ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর