শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় পৃথক স্থানে গতকাল বজ্রপাতে প্রাণ গেছে চারজনের। এ ছাড়া একই দিন বজ্রপাতে রাঙামাটিতে তিন, কক্সবাজারের পেকুয়ায় দুই এবং সিলেট ও খাগড়াছড়িতে মারা গেছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : জেলার বিভিন্ন উপজেলায় গতকাল বিকালে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর  গ্রামের আতিকুল ইসলাম (৫০), চান্দিনার কিছমত শ্রীমন্তপুরের কৃষক দৌলতুর রহমান (৪৭), সদর উপজেলার নোয়াপাড়ার আলম হোসেন ও দেবিদ্বারের ধামতী গ্রামে মোখলেসুর রহমান (৫৮)। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান, আমরা বিক্ষিপ্তভাবে বজ্রপাতে মৃত্যুর সংবাদ পেয়েছি। রাঙামাটি : জেলা শহর ও বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে প্রাণ গেছে তিনজনের। তারা হলেন- বাহারজান বেগম (৫৫), তনিবালা ত্রিপুরা গৃহিণী (৩৭) নজির আহমেদ (৫০)। এ সময় বজ্রাঘাতে আহত হন আরও সাতজন। তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিলেট : কানাইঘাটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন বাবুল আহমদ (৪৮) নামে এক কৃষক। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের শফিক হাওরে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া : কক্সবাজারের পেকুয়ায় লবণ কুড়াতে গিয়ে বাজ পড়ে মারা গেছেন দিদারুল ইসলাম (২৯) ও মোহাম্মদ আরফাত (২২) নামে দুজন লবণচাষি।

খাগড়াছড়ি : বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে মাটিরাঙ্গা উপজেলায় গতকাল বজ্রপাতে ইয়াছিন আরাফাত নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইয়াছিন বড়নাল ইউনিয়নের ইব্রাহিম পাড়ার বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে।

সর্বশেষ খবর