শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করুন

হবিগঞ্জ প্রতিনিধি

অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করুন

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইন পেশাকে জীবিকা হিসেবে ব্যবহার না করে অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করুন। বার ও বেঞ্চ উভয়ই একজন আরেকজনের পরিপূরক; কেউ কারও প্রতিপক্ষ নন।

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও ন্যায়কুঞ্জ উদ্বোধন উপলক্ষে গতকাল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা আইনজীবী সমিতির হলরুমের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইন পেশায় ৫০ বছর পূর্তি হওয়ায় তিনজন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মোছাব্বির বকুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ প্রমুখ।

সর্বশেষ খবর