শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

সত্য তথ্যের সমালোচনা সরকার স্বাগত জানায়

নিজস্ব প্রতিবেদক

সত্য তথ্যের সমালোচনা সরকার স্বাগত জানায়

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকারের সমালোচনা করা সমস্যা নয়। সত্য তথ্যের ওপর ভিত্তি করে যে কোনো সমালোচনা করলে সেটা সরকার স্বাগত জানায়। যখন পরিকল্পিতভাবে অপতথ্যের প্রচার করা হয়, দেশের উন্নয়ন থামানোর জন্য সাংবাদিকতার অপব্যবহার করা হয় সেটিই সমস্যা তৈরি করে। এ ক্ষেত্রে অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে এবং উদ্দেশ্যপ্রণোদিত সাংবাদিকতা বন্ধে সরকার, পেশাদার গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে অংশীদার হয়ে কাজ করতে পারে। দক্ষিণ এশিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ইউনেস্কো, টিআইবি এবং আর্টিকেল নাইন্টিন আয়োজিত ‘বর্তমান বৈশ্বিক পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সর্বশেষ খবর