শুক্রবার, ৩ মে, ২০২৪ ০০:০০ টা

এপ্রিলে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

দেশে এপ্রিল মাসে ২০৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রবাসীরা এসব রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৮১ লাখ ডলার।

গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত মার্চে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার। সে তুলনায় এপ্রিলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ১২ লাখ ৭০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৮০ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ৮০ হাজার ডলার। প্রতিবেদন অনুযায়ী গত ফেব্রুয়ারিতে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর গত জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার।

সর্বশেষ খবর