শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

১৮ মাস পর ফিরেই সাইফুদ্দিনের দাপট

ক্রীড়া ডেস্ক

১৮ মাস পর ফিরেই সাইফুদ্দিনের দাপট

মোহাম্মদ সাইফুদ্দিন সিমিং অলরাউন্ডার। ২০২২ সালের ১৩ অক্টোবর ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচ খেলার পরের ১৮ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। ১৮ মাস পর গতকাল জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই উইকেট নিয়েছেন। তিনি বোলিংয়ে আসেন জিম্বাবুয়ে ইনিংসের পঞ্চম ওভারে। ওভারের শেষ বলে শর্ট ফাইন লেগে তাসকিন আহমেদ তালুবন্দি করেন জয়লর্ড গাম্বিকে। স্কোর বোর্ডে রান তখন ২ উইকেটে ৩৬ রান। অবশ্য ওই ৩৬ রানে আরও ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে ২০ ওভারে সংগ্রহ করে ১২৪ রান। সফরকারীদের ইনিংস শেষে ৩৫ টি-২০ ম্যাচ খেলা মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং স্পেল ৪-০-১৫-৩।

সর্বশেষ খবর