শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

গণতন্ত্রের জন্য লড়াইকারীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের জন্য লড়াইকারীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশে নির্বাচন এখন বিশ্ববাসীর কাছে রীতিমতো হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে। কেবল জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনগুলোকেও ‘আমরা আর মামুদের তামাশায় রূপান্তরিত করা হয়েছে।’ গতকাল রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির এ মুখপাত্র বলেন, স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের ভোটাধিকার আজ বিপন্ন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় অন্যায় ও অবিচারের জবাব দিত। সেটি আজ মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া হচ্ছে।  তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের প্রকাশ্য মদদে গত ৭ জানুয়ারি গণবর্জিত ডামি নির্বাচনের পর দেশে প্রতিষ্ঠা করা হয়েছে এক ব্যক্তির স্বৈরশাসন। এক গভীর সংকটে পতিত হয়েছে মা-মাটি-মানুষ। আওয়ামী লীগ ও তাদের দোসররা ব্যতীত প্রতিটি জনগণ আজ ভয়াবহ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রম করছে।

শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতা কে : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, জনগণের ভোট ডাকাতি করেছেন। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না। গতকাল দুপুরে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সারা দেশে চলমান তীব্র দাবদাহের কারণে নগরীর পথচারীদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। রিজভী আহমেদ বলেন, আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছে, তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. লতিফ মাসুম, কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ খালিদ হাসান চৌধুরী, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর