বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

যৌথ বাহিনীর অভিযানে নিহত কেএনএফ সদস্য

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিংপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’-এর এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।

গোয়েন্দা সূত্রের ভিত্তিতে নিশ্চিত হয়ে যৌথ বাহিনীর সদস্যরা গতকাল সকালে রুমা-বগালেক-কেওক্রাডং সড়ক-সংলগ্ন দার্জিলিংপাড়া ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন। এ সময় কেএনএফ সন্ত্রাসীরা টহল দল লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরা পাল্টা জবাব দেন। এতে ‘কেএনএফ’-এর এক সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তল্লাশি চালিয়ে তিনটি একে-২২ রাইফেল, একটি শটগান, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, একটি ড্রোন, তিনটি জুম্মল্যান্ডের পতাকা, মোবাইল ফোন ও ওয়াকিটকি সেট জব্দ করা হয়। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা কেএনএফ সন্ত্রাসীদের ব্যবহৃত বাঙ্কার ও পর্যবেক্ষণ চৌকি ধ্বংস করে দেয়।

রুমা থানার ওসি মো. শাহজাহান জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সর্বশেষ খবর