বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জয় করে নিল বাংলাদেশ। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। এবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে পরের দুটি ম্যাচ খেলতে নামবেন নাজমুল হোসেন শান্তরা।

গতকাল টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে উইকেট হারালেও মাঝপথে দলকে সামলে নেন তৌহিদ হৃদয় ও জাকের আলি। ওপেনার লিটন দাস ১২ এবং তানজিদ হাসান ২১ রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক নাজমুল করেন ৬ রান। এরপরই ৮৭ রানের জুটি গড়েন হৃদয়-জাকের। ৩৮ বলে ৩টি চার ও ২টি ছক্কার মারে ৫৭ রান করেন তৌহিদ হৃদয়। জাকের আলি ৩৪ বলে ৩টি চার ও ২টি ছক্কার মারে করেন ৪৪ রান। এ দুজন আউট হলে মাহমুদুল্লাহ ৪ বলে ৯ ও রিশাদ ৪ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি ৩টি এবং ফারাজ আকরাম ও সিকান্দার রাজা ১টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের ব্যাটাররা সাইফুদ্দিন-রিশাদদের শিকারে পরিণত হন। ৯১ রানে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়া জিম্বাবুয়েকে কিছু সময়ের জন্য স্বপ্ন দেখান আকরাম ও মাসাকাদজা। নবম উইকেট জুটিতে এ দুজন ৫৪ রান সংগ্রহ করেন। আকরাম ৩৪ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া জিম্বাবুয়ের পক্ষে মারুমানি ৩১, জনাথন ক্যাম্পবেল ২১ ও মাসাকাদজা ১৩ রান করেন। জিম্বাবুয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান করে। বাংলাদেশের বোলারদের মধ্যে সফল ছিলেন সাইফুদ্দিন। তিনি ৩ উইকেট শিকার করেন। অবশ্য এ জন্য তিনি খরচ করেন ৪২ রান। ৩৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন রিশাদ। এ ছাড়া ১টি করে উইকেট শিকার করেন তানভির, তাসকিন, তানজিম ও মাহমুদুল্লাহ। ম্যাচসেরা হন তৌহিদ হৃদয়। আগামী শুক্রবার সিরিজের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে।

 

 

সর্বশেষ খবর