বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

যৌন কেলেঙ্কারিতে ট্রাম্পের বিরুদ্ধে শুনানি

প্রতিদিন ডেস্ক

যৌন কেলেঙ্কারিতে ট্রাম্পের বিরুদ্ধে শুনানি

যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে নিউইয়র্কের আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুনানি চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ড্যানিয়েলস ও ট্রাম্প প্রথমবারের মতো আদালতে মুখোমুখি হন। বিবিসি, রয়টার্স।

উল্লেখ্য, একটি কথিত যৌন কেলেঙ্কারির ঘটনায় দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলস। খবরে বলা হয়, মঙ্গলবার ঢিলেঢালা কালো পোশাকে আদালতে উপস্থিত হয়েছিলেন সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস।  ট্রাম্পের মুখোমুখি হলেও এ সময় তাকে একবারও তাকাতে দেখা যায়নি সাবেক প্রেসিডেন্টের দিকে। আদালতের কাঠগড়ায় তিনি যতক্ষণ ছিলেন, ততক্ষণ সেই যৌন কেলেঙ্কারির ঘটনা বর্ণনা করছিলেন। এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ড্যানিয়েলস, সেই সঙ্গে ট্রাম্পের সঙ্গে যৌন মিলনের কথাও অস্বীকার করেছেন তিনি। যদিও তার দাবি, তার মুখ বন্ধ রাখতে ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন তাকে টাকা দিয়েছিলেন। ট্রাম্পও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, স্টর্মির সঙ্গে তার কোনো যৌন সম্পর্ক হয়নি। তবে তিনি স্বীকার করেছেন, স্টর্মি যা বলে বেড়াচ্ছিলেন, তা থেকে থামাতে তার (ট্রাম্পের) সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে (স্টর্মি) অর্থ দিয়েছিলেন। ট্রাম্পের আইনজীবীরা ড্যানিয়েলসকে জেরা করার আগে প্রসিকিউটররা একাধিকবার আপত্তি তোলেন। তারা তখন বলেন, ড্যানিয়েলসের সাক্ষীর ওপর ভিত্তি করে ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। এটিকে একটি পক্ষপাতমূলক আচরণ বলেও বর্ণনা করেন তার আইনজীবীরা।

সর্বশেষ খবর