বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

মিয়ানমারে শান্তিই রোহিঙ্গা সংকটের সমাধান

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে শান্তিই রোহিঙ্গা সংকটের সমাধান

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ বলেছেন, মিয়ানমারে শান্তি স্থাপনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান হতে পারে। শান্তি স্থাপন না হলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠালে সেটা নিরাপদ হবে না। গতকাল রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখা এখন বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা শিবিরের নারী ও শিশুরা ব্যাপক অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, রাতে ঘুমানোর সময় তাদের ঘর বন্ধ করার ব্যবস্থাও নেই। তাছাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী ও শিশু পাচার ঠেকানোর মতো যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা নেই বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ খবর