বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা
পুলিশ হেফাজতে মৃত্যু

ওসি, জেল সুপারসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুতে রাজধানীর যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা ঘটেছে। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে ভিকটিম মো. রানার স্ত্রী সোনিয়া বেগম বাদী হয়ে এ মামলা  দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। বাদীপক্ষ এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আবেদন করে। আদালত  আদেশের জন্য রবিবার দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন। বাকি আসামিরা হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ফারহানা ইয়াসমিন, ডেপুটি জেলার মো. মাহবুব, পুলিশের উপপরিদর্শক চঞ্চল কুমার বিশ্বাস ও মো. মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেন, কনস্টেবল হাবিবুর, জোনাব আলী ও মোবারক, পুলিশের সোর্স সবুজ ও শাহ আলম। অভিযোগে বলা হয়েছে, ১৭ মার্চ রানাকে আসামি শাহ আলম ও সবুজ ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে যাত্রাবাড়ী থানায় নিয়ে যান। থানায় নিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে রানার দুই পা ভেঙে দেন। তারা ভিকটিমের স্ত্রীকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন। ভিকটিমের স্ত্রী সোনিয়া ২০ হাজার টাকা এনে সবুজের হাতে দেন। ১৯ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে ভিকটিমকে দেখার জন্য টিকিট কাটেন সোনিয়া। জেল কর্তৃপক্ষ জানায়, ভিকটিম রানা জেলে নেই। তখন বাদী সেখান থেকে আবার যাত্রাবাড়ী থানায় আসেন। পরদিন ২০ মার্চ সকাল সাড়ে ৮টায় একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয় ঢাকা মেডিকেলের মর্গে আসতে। সেখানে গিয়ে বাদী ভিকটিম রানাকে মৃত অবস্থায় শনাক্ত করেন।

সর্বশেষ খবর