শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

মূল্যস্ফীতি ডলারের দাম বৃদ্ধিতে গরিবের কষ্ট

নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতি ডলারের দাম বৃদ্ধিতে গরিবের কষ্ট

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার কোনোটাই নিজেদের সৃষ্ট নয়। সবই বিদেশ থেকে এসেছে। মূল্যস্ফীতি, ডলারের দাম বৃদ্ধি গরিবের কষ্টের কারণ। সবই পশ্চিমারা সৃষ্টি করেছে। এখন আবার তারা এসে বুদ্ধি দিচ্ছে কীভাবে দেশ চালাতে হবে! গতকাল পেট্রোবাংলায় বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আজ বিশ্বে যারা উন্নত হয়েছে সবাই খনিজ সম্পদের ওপর নির্ভর করে। আমাদের যতটুকু সম্পদ রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। অনেক সময় গেছে, এখন আর বসে থাকার সুযোগ নেই।

সর্বশেষ খবর