শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়

নিজস্ব প্রতিবেদক

সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়

সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ‘দিল্লির নির্বাচন দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংকট উত্তরণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অহিদুজ্জামান দিপু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, এ বি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, গত নির্বাচনে দেশের ৯৫ ভাগ মানুষ এই সরকারকে ভোট দেয়নি। ৯৫ ভাগ জনগণ এই সরকারকে ঘৃণা করে। বুধবার উপজেলা নির্বাচনও দেশের জনগণ বয়কট করেছে। ভারতও আজ বুঝে গেছে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে। সুতরাং আমাদের সরকার পতনের আন্দোলন করতে হলে দমে গেলে হবে না।

দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। 

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমাদের ডাকে জনগণ আন্দোলন করেছে ও নির্বাচন বয়কট করেছে। বাংলাদেশে বর্তমান যে জুলুমবাজ ও স্বৈরাশাসক সরকার আছে, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এমন সরকার দেশ পরিচালনা করেনি। এরা দেশের প্রতিটি খাত চুরি করে খেয়ে ফেলেছে। তারা অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, বিদেশি ঋণে জর্জরিত হয়ে গেছে। দেশ গোল্লায় গেলেও এদের কিছু যায় আসে না। তারা তাদের নিজেদের স্বার্থে অটল। তাই এই সরকারের সঙ্গে আপোস করার মতো কোনো সুযোগ নেই।

সর্বশেষ খবর