শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকায়

নিজস্ব প্রতিবেদক

ডলারের দাম বাড়ার প্রভাব পড়েছে খোলা বাজারেও। প্রতি ডলারের দাম উঠেছে ১২৫ টাকা। ডলারের বিনিময় হার ক্রলিং পেগ চালু করার সঙ্গে সঙ্গে এক লাফে ৭ টাকা দাম বেড়ে ব্যাংকে ডলারের দাম নির্ধারণ হয়েছে ১১৭ টাকা। যার প্রভাবে কার্ব মার্কেট বা খোলা বাজারে দাম চড়ার সঙ্গে তৈরি হয়েছে ডলার সংকট। ফলে চাহিদামতো ডলার পাচ্ছেন না অনেকে। খোলাবাজারে পাশাপাশি ব্যাংকেও দাম বেড়েছে আড়াই থেকে ৩ টাকা। বুধবার ১১৫ টাকায় এলসি (ঋণপত্র) খুলেছিল এমন কয়েকটি ব্যাংক গতকাল ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা দাম নিয়েছে আমদানিকারকদের কাছ থেকে। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ৭ টাকা বাড়ালেও মানি এক্সচেঞ্জলোতে বেড়েছে ৯ টাকা পর্যন্ত। বর্তমানে মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা পর্যন্ত। ডলারের সঙ্গে অন্য মুদ্রায়ও এর প্রভাব পড়েছে কার্ব মার্কেটে বা খোলাবাজারে। গতকাল রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টন, গুলশান এলাকার মানি এক্সচেঞ্জগুলোতে ঘুরে এ চিত্র দেখা গেছে। এসব এলাকায় বুধবার প্রতি ডলার কেনার রেট ছিল ১১৪ টাকা ৫০ পয়সা, বিক্রি হয়েছে ১১৬ টাকায়। গতকাল বিক্রি হয়েছে ১২৫ টাকা। তবে কাস্টমারের কাছ থেকে ডলার কেনার ক্ষেত্রে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না এক্সচেঞ্জ হাউসগুলো। কিনলেও যে যার মতো করে দাম ঠিক করে কিনছে। খোলা বাজারের পাশাপাশি ব্যাংকেও ডলারের দাম বেড়েছে।

 গত বুধবার ১১৫ টাকা ৫০ পয়সায় এলসি খুলেছিল যেসব ব্যাংক তারাও গতকাল ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা দর নিচ্ছে। মানি একচেঞ্জের কর্মকর্তারা বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় অন্য মুদ্রার দামও বেড়েছে। বুধবার পর্যন্ত ভারতীয় মুদ্রা এক টাকা ৪০ পয়সা ছিল, গতকাল এক টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছেন বিক্রেতারা। অন্য দেশের মুদ্রার দামও বাড়িয়েছেন তারা।

সর্বশেষ খবর