শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

বিনিয়োগ বাড়বে না খরচ বাড়বে ব্যবসার

--- মাহবুবুল আলম

বিনিয়োগ বাড়বে না খরচ বাড়বে ব্যবসার

দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম বলেছেন, বাজারভিত্তিক সুদহার চালু করায় নতুন করে বিনিয়োগ বাড়বে না। একই সঙ্গে খরচ বাড়বে ব্যবসার। ডলারের দাম বাড়ায় রপ্তানিকারকরা একটু লাভবান হবেন, তবে আমদানির খরচ বাড়বে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। মো. মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের ফলে ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ বা ব্যবসার খরচ বাড়বে। সেটা নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে হবে। কারণ, ব্যবসার খরচ বাড়লে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়বে। নতুন করে বিনিয়োগ বাড়বে না উল্টো খরচ বাড়বে ব্যবসার। এটা ভালো হবে না। সুদহার বাড়ানো ঠিক হবে না। একেক ব্যাংক একেক ধরনের সুদহার আরোপ করবে।

ডলারের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এতে রপ্তানিকারকরা উপকৃত হবে। তবে এই দামটা যেন স্থায়ী হয় সেটাও নিশ্চিত করতে হবে। আজ ১১৭ আছে, কাল আবার ১২০ টাকা হবে, পরশু ১২৫ টাকা। এভাবে যেন দাম ওঠানামা না করে। বাংলাদেশ ব্যাংককে সেটা নজরদারি করতে হবে।

 

সর্বশেষ খবর