শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

স্থিতিশীল করবে ডলার বাজার

--- আশরাফ আহমেদ

স্থিতিশীল করবে ডলার বাজার

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি প্রবর্তন কেন্দ্রীয় ব্যাংকের একটি সঠিক পদক্ষেপ। এতে ডলারের একটি একক বিনিময় হার চালু হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। আশরাফ আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর জানুয়ারি মাসেই ঘোষণা দিয়েছিলেন, মার্চে ডলারের বিনিময় হারের ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হবে। নতুন এই পদ্ধতি চালু করার ফলে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। সাময়িকভাবে ডলারের দাম বৃদ্ধি পেলেও এটি একটি বাজারভিত্তিক বিনিময় হার চালু হয়েছে। অনেক দেরিতে হলেও বাংলাদেশ ব্যাংক একটি সঠিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, আমরা আশা করি, ক্রলিং পেগ পদ্ধতি ব্যালান্স অব পেমেন্টের ওপর চাপ কমাবে। আমদানি-রপ্তানির হিসাবে ভারসাম্য আসবে। একটি একক বিনিময় হার বাজারকে স্থিতিশীল করবে।

সর্বশেষ খবর