শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা
গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশটা আজ কাঁটাতারে ঝুলছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশটা আজ কাঁটাতারে ঝুলছে

মা দিবস উপলক্ষে গতকাল নয়াপল্টনে ঢাকা মহানগরী বিএনপির সমাবেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশটা আজ কাঁটাতারে ঝুলছে। যেমনটি ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল, তেমনই বাংলাদেশের স্বাধীনতাও আজ কাঁটাতারে ঝুলছে। দেশটা নিয়ে, স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছে, এ থেকে রক্ষা পেতে হলে একাত্তরের মতো জেগে উঠতে হবে। বিশ্ব মা দিবস উপলক্ষে গতকাল বিকালে নয়াপল্টনে ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মিথ্যা  মামলা প্রত্যাহার, ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ সব রাজবন্দির মুক্তি দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সদস্যসচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা মহানগরী উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগরী দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম প্রমুখ। বিকাল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া ও সদস্যসচিব বদরুল আলম সবুজ, মহানগরী যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ নেন। দুপুর ২টার মধ্যেই লোকারণ্য হয়ে ওঠে নয়াপল্টন। সমাবেশ শেষে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী আহমেদ, আবদুস সালাম, রফিকুল আলম মজনু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ। মিছিলটি নয়াপল্টন থেকে পল্টন মোড়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধার কারণে বিজয়নগর মোড় ঘুরে ফকিরাপুল হয়ে পুনরায় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আপনারা যে আচরণ করেছেন ক্ষমতার পরিবর্তন হলে তার ১০ ভাগের এক ভাগ আপনাদের সঙ্গে করলে সহ্য করতে পারবেন? তাই সীমা লঙ্ঘন করবেন না। জনগণের সঙ্গে থাকুন, ন্যায়ের পথে থাকুন।’

সর্বশেষ খবর