শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা
যৌথ সভায় ওবায়দুল কাদের

নৈরাজ্য করলে ডবল শিক্ষা পাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নৈরাজ্য করবে? একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডবল শিক্ষা পাবে। আমরা বসে নেই। আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস নৈরাজ্য মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা সর্বশক্তি নিয়োগ করব শেখ হাসিনার নেতৃত্বে। গতকাল বিকালে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

যৌথ সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরুসহ ঢাকা জেলা, ঢাকা মহানগরের অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর