শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

ডোনাল্ড লুর ঢাকা সফর ঘোষণা করল স্টেট ডিপার্টমেন্ট

কূটনৈতিক প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড লু ১০ থেকে ১৫ মে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করবেন। তাঁর সফরে দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের বিষয়ে আলোচনা হবে।

বিবৃতিতে ডোনাল্ড লুর চেন্নাই ও কলম্বো সফরের পর ঢাকা সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়া সফর শেষ করার কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, লু ঢাকায় সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতারাসহ অন্য বাংলাদেশিদের সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ মার্কিন-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। এর আগে বৃহস্পতিবার ডোনাল্ড লুর সফরের কারণ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নতুন সরকার গঠিত হওয়ার পর লুর প্রথম সফর হবে এটা। তার আসার সেটাই উদ্দেশ্য নিশ্চয়ই। নির্বাচনের আগে যে চিত্র ছিল এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন। নতুন সরকার গঠিত হয়েছে। স্থিতিশীল একটি সরকার। সরকার রেগুলার কর্মকান্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং সব দেশ এখন আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে চায়।

সর্বশেষ খবর