শিরোনাম
শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

দারুণ ছন্দে ‘ছোট’ তামিম

দারুণ ছন্দে ‘ছোট’ তামিম

১৮ মার্চ জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন সৌম্য সরকার। এরপর ইনজুরিতে ছিলেন মাঠের বাইরে। এমনকি প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলেননি তিনি। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-২০ ম্যাচে লিটন দাসের জায়গায় মাঠে নামেন। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং করেন সৌম্য সরকার। ১০১ রানে জুটি ভাঙে তাদের। এর মধ্যে তামিমের ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। ৩৪ বলে ফিফটি পূরণ করেন, ৩৭ বলে ৫২ রান করে তিনি সাজঘরে ফেরত যান। এই সিরিজে এটি ছিল তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। চট্টগ্রামে প্রথম ম্যাচে ৬৭ রানে অপরাজিত ছিলেন তামিম। এমন পারফরম্যান্সে তার বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিশ্চিতই বলা যায়। সৌম্য ৪১ রানে আউট হন। তার ব্যাটিংও দর্শকের নজরে এসেছে। আগামীকাল শেষ টি-২০তেও তার থাকা নিশ্চিত। এমনকি বিশ্বকাপ স্কোয়াডেও সৌম্যকে রাখা হচ্ছে। এমনটিই আভাস দিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। আজ বা আগামীকালই দল ঘোষণা করবেন নির্বাচকরা।

সর্বশেষ খবর