রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা
রাজপথে আওয়ামী লীগ বিএনপি

আমরা কারও দাসত্ব করি না

শান্তি ও উন্নয়ন সমাবেশে কাদের

নিজস্ব প্রতিবেদক

আমরা কারও দাসত্ব করি না

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত আমাদের বন্ধু। আমরা কারও দাসত্ব করি না। ভারতের সঙ্গে শত্রুতা করে আমাদের লাভ হয়নি, ক্ষতি হয়েছে। আমরা সে অবস্থায় আর ফিরে যেতে চাই না। গতকাল মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দীর্ঘদিন পর আওয়ামী লীগের রাজপথের এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটে। সমাবেশস্থল থেকে মোহাম্মদপুর বিহারি ক্যাম্প পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে। ঢাকা উত্তর সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, মৃণালকান্তি দাস, ফরিদুন্নাহার লাইলী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। প্রধান বক্তা ছিলেন ঢাকা উত্তর সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, গতকাল (শুক্রবার) পল্টনে গয়েশ্বর চন্দ্র মিথ্যাচার করে বলেছেন, আমরা নাকি ভারতের দালাল। এ অপবাদ আইয়ুব, ইয়াহিয়া, জিয়া, এরশাদ, খালেদা জিয়ার সময় থেকে শুনে আসছি। তিনি (গয়েশ্বর) নিজেই তো ভারতে পালিয়ে ছিলেন। মাথায় গান্ধী টুপি দিয়ে এখন আবার ভন্ডামি শুরু করেছেন। ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিলেন খালেদা জিয়া। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করল, আপনি ভারত সফর করলেন গঙ্গার পানির কী হলো? তিনি বললেন, আমি তো ভুলে গেছি। ভারতে নরেন্দ্র মোদির বিজয়ের পরে ভোর হওয়ার আগে ফুল আর মিষ্টি নিয়ে দাঁড়িয়ে ছিল বিএনপির নেতারা। দালাল তাহলে কারা? তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বিএনপি শত্রুতা করে সংশয় ও অবিশ্বাস সৃষ্টি করেছিল। সে কারণে সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা সে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন।  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন কূটনীতিক ডোনাল্ড লুর ঢাকা সফরের কথা শুনে ক্ষমতায় আসার স্বপ্নে আবারও চাঙা হয়ে উঠেছে বিএনপি। আসলে লু আসছেন শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে। বিএনপির স্বপ্ন পূরণের জন্য আর কেউ আসবে না, আমেরিকাও না। উপজেলা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিএনপি বলে, জনগণ নাকি উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তাহলে ৩৬ থেকে ৪০ শতাংশ লোক যে ভোট দিল তারা কারা?

সর্বশেষ খবর