রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা
রাজপথে আওয়ামী লীগ বিএনপি

দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি

বিক্ষোভ সমাবেশে ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন, দেশ কি আওয়ামী লীগ চালাচ্ছে? গতকাল রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্যে এ প্রশ্ন করে তিনি নিজেই জবাব দিয়ে বলেছেন, দেশ চালাচ্ছে এক অদৃশ্য শক্তি। সারা দেশকে কুক্ষিগত করে রাখা হয়েছে। আজকে নিজ দেশে থেকে আমরা পরবাসী হয়েছি। বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে বা ফিরে এলে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। আওয়ামী লীগ ছাড়া দেশে কারও চাকরি হয় না। আজকে চাকরির জন্য ডিএনএ টেস্ট করা হয়, তারা বিএনপি করে কি না! বিসিএস পাস করার পরও চাকরি হচ্ছে না। বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ রাজবন্দিদের কারামুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় যুবদল। মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন।   আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সন্ত্রাস বিএনপি করে না। আপনারা করেন। সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগের জন্ম। মওলানা ভাসানীকে পিটিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দিয়েছিলেন। সংসদে ডেপুটি স্পিকারকে পিটিয়ে আপনারাই হত্যা করেছেন। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। দেশ-বিদেশ থেকে সবাই তার মুক্তি দাবি করলেও মুক্তি দেওয়া হচ্ছে না। কারণ তিনি মুক্ত হলে তার ডাকে সাড়া দিয়ে জনগণ সব শৃঙ্খল ভেঙে ফেলবে, উপড়ে ফেলবে সব অন্যায় ও অবিচার।

যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের নুরুল ইসলাম নয়ন, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, খন্দকার এনামুল হক এনাম, রবিউল ইসলাম নয়ন প্রমুখ।

সর্বশেষ খবর