শিরোনাম
রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

পেশাদার লিগে আবারও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

রাশেদুর রহমান, ময়মনসিংহ থেকে

পেশাদার লিগে আবারও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস -রোহেত রাজীব

প্রবল উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সবুজ জমিনে কোচ অস্কার ব্রুজোনকে নিয়ে লোফালুফি করতে শুরু করলেন রবসন রবিনহোরা। তারপর বাঘের গর্জনে কাঁপিয়ে তুললেন চারপাশ। এ গর্জন চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা। এ গর্জন বাংলাদেশের ক্লাব ফুটবলে অনন্য নজির স্থাপনের প্রকাশ। এ গর্জন টানা পাঁচবার লিগ শিরোপা জয়ের উদ্যাপন। প্রায় পাঁচ বছর আগের কথা। নীলফামারী স্টেডিয়ামে বৃষ্টিভেজা মাঠে কাদায় মাখামাখি হয়ে শিরোপার উল্লাস করেছিল অস্কার ব্রুজোনের দল। সাদা-কালো জার্সিধারী ঐতিহ্যবাহী মোহামেডানের সঙ্গে ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। ওই একটা পয়েন্টই প্রয়োজন ছিল তাদের। পাঁচ বছর পরে শিরোপা নিশ্চিত করার ম্যাচে প্রতিপক্ষ সেই মোহামেডান। এবার প্রয়োজন ৩ পয়েন্ট। গতকাল ময়মনসিংহে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেই টানা পাঁচ লিগ শিরোপা জয়ের উৎসব করল বসুন্ধরা কিংস। মোহামেডান গত কয়েক বছরে নিজেদের অনেক গুছিয়ে নিয়েছে। লিগ শিরোপা জয়ের দৌড়ে চলতি মৌসুমে বেশ ভালোই লড়াই করেছে। গতকালের আগে পর্যন্ত লিগে অপরাজিত ছিল। এমনকি কিংস অ্যারিনায় জয় নিয়ে মাঠ ছেড়েছিল সাদা-কালোরা। অবশেষে বসুন্ধরা কিংসের শক্তির সামনে তাদের নতি স্বীকার করতেই হলো। গতকাল ম্যাচের প্রথমার্ধে একক আধিপত্য ছিল বসুন্ধরা কিংসের। ডরিয়েলটন ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে দেন দলকে। মিগেল ফিগেইরার কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে মাটি গড়ানো শটে গোল করেন ডরিয়েলটন। এর আগে দুবার বল জালে জড়াতে ব্যর্থ হলেও তৃতীয়বারে সফল হন এই ব্রাজিলিয়ান। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের ডরিয়েলটনের গোল। ৫২ মিনিটে ডান দিক থেকে মোরসালিনের কর্নার কিক। ডি-বক্সের ভিতরে অনেকটা লাফিয়ে হেডে বল জালে জড়ান ডরিয়েলটন। লিগে সর্বোচ্চ গোলদাতা দিয়াবাতের সমান্তরালে উঠে এলেন তিনি। দুজনেরই গোলসংখ্যা ১৩টি করে।এরপর মোহামেডানও জোরালো আক্রমণ করে বসুন্ধরা কিংসের গোলমুখে। একের পর এক আক্রমণে কিংসের ডিফেন্স লাইন ভেঙে দেয় তারা। ৬৬ মিনিটে বসুন্ধরা কিংসের ডি-বক্সের সামনে ইমনের সঙ্গে ওয়ান-টু খেলে ডি-বক্সে বল নিয়ে ঢুকে গোল করেন মিনহাজুল আবেদিন। এরপর মোহামেডানের বেশ কয়েকটি জোরালো আক্রমণে গোলবার অক্ষত রাখেন কিংসের গোলরক্ষক শ্রাবণ। মোহামেডানকে হারিয়ে লিগে ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে লিগ শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ২-এ থাকা মোহামেডান হাতে থাকা তিন ম্যাচ জিতে সর্বোচ্চ ৩৭ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো কিংস। টানা চারবার লিগ শিরোপা জিতে আগেই রেকর্ড গড়েছিল বসুন্ধরা কিংস। এবার রেকর্ডটা আরও বাড়িয়ে নিল। এবার লক্ষ্য কী? আর কতগুলো লিগ শিরোপা টানা জিততে চায় কিংস? দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন মুচকি হেসে বললেন, ‘আপাতত এ মুহূর্তটা উপভোগ করতে চাই আমরা। তারপর নতুন করে ভাবব সবকিছু।’ তবে শিরোপা জয়ের উৎসব করতে করতে বসুন্ধরা কিংসের ক্লাব ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে ভোলেননি কোচ অস্কার। বলেন, ‘অসাধারণ এক ক্লাব ম্যানেজমেন্ট আমাদের।’ অস্কার ব্রুজোন ঠিকই বলেছেন। গত পাঁচ বছরে ১০ শিরোপা জয় তো তারই প্রমাণ! পাঁচটি লিগের পাশাপাশি তিনটি স্বাধীনতা কাপ ও দুটি ফেডারেশন কাপের শিরোপাও আছে কিংসের নামের পাশে।

সর্বশেষ খবর