রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

আফগানিস্তানে এবার ভয়াবহ বন্যা

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানে এবার ভয়াবহ বন্যা

আকস্মিক বন্যায় আফগানিস্তানে  ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে। তালেবান কর্তৃপক্ষ এ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, শুধু বাঘলানেই ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : এএফপি, ডয়েচে ভেলে। গতকাল আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, ১৫৩ জনের মৃত্যু হয়েছে। উত্তরে অবস্থিত বাঘলান প্রদেশে মৌসুমি বৃষ্টিপাতের কারণে তৈরি হওয়া ফ্লাশ ফ্লাডে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। আকস্মিক বন্যায় অনেক অঞ্চল তলিয়ে গেলে শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের উদ্ধারে তালেবান কর্তৃপক্ষ হেলিকপ্টার পাঠিয়েছে এবং রাতভর সেগুলো উদ্ধার কাজ চালিয়েছে বলেও জানান তিনি।

এদিকে সোশ্যাল মিডিয়ার কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বন্যা কবলিত এলাকার রাস্তায় ঘোলা পানির বিশাল স্রোত বইছে। কালো, সাদা কাপড়ে ঢাকা মৃতদেহের ছবিও দেখা গেছে। কর্তৃপক্ষ বলছে, কোনো অঞ্চলই বন্যার হাত থেকে সম্পূর্ণভাবে রেহাই পায়নি। বন্যার কারণে হাজার হাজার আফগান নাগরিকের এখন মানবিক সহায়তা প্রয়োজন।  এদিকে ডব্লিউএইচওর আফগানিস্তান কার্যালয় থেকে বলা হয়, বন্যার প্রভাব অনেক গভীর। অনেক মানুষ হতাহত হয়েছেন। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। দেশটিতে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। সড়ক যোগাযোগ, পানি এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ‘মারাত্মকভাবে বিঘিœত’ হচ্ছে। বন্যায় চারটি স্বাস্থ্য কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি স্বাস্থ্য কেন্দ্র ভেসে গেছে।

সর্বশেষ খবর