রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

৩৫-প্রত্যাশীরা ভাঙল পুলিশি ব্যারিকেড

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩৫-প্রত্যাশীরা ভাঙল পুলিশি ব্যারিকেড

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে গতকাল রাজধানীর শাহবাগে পুলিশের হাতাহাতি -বাংলাদেশ প্রতিদিন

পুলিশের লাঠি চার্জে ছত্রভঙ্গ হয়ে ব্যারিকেড ভেঙে তীব্র অবরোধ গড়ে তোলে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫-প্রত্যাশীরা। অবরোধের সময় গ্রেফতার হওয়া ১৩ জনের নিঃশর্ত মুক্তি না দিলে অনশনের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় ১৩ জন শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়, এ অভিযোগ করে অবিলম্বে তাদের মুক্তি না দিলে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে দুপুর ১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরির বয়স ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের ব্যানারে সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা। সমাবেশ থেকে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। পরে তারা শাহবাগে অবস্থান নিতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এবং সেখান থেকে ১৩ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। যাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তারা হলেন- নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী রিমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আলামিন, সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ নূর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হুমায়ুন কবির, শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মানিক দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাসেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ ফরিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজম মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী মামুনুর রশিদ ও সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল হাকিম ও সাংবাদিক সুলতানা সিদ্দিকী। ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ বলেন, গ্রেফতারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

সর্বশেষ খবর