সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

বিক্ষোভের তীব্রতা বাড়ছেই

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় উত্তাল - আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশেও

প্রতিদিন ডেস্ক

বিক্ষোভের তীব্রতা বাড়ছেই

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন -এএফপি

যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে আরও তীব্র হয়েছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ। সর্বশেষ খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন ফিলিস্তিন সমর্থিত শিক্ষার্থীরা। সূত্র : রয়টার্স,

বিবিসি, আলজাজিরা। খবরে বলা হয়েছে, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে ওয়াকআউট করেন ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীরা। প্রথমে তারা গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গত শনিবার বিক্ষোভ শুরু করেন। এ সময় ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান চলছিল এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দিচ্ছিলেন। ঠিক তখনই বিক্ষোভকারী শিক্ষার্থীরা অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, মঞ্চে রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিন বক্তব্য শুরু করার পরপরই গাউন-ক্যাপ পরা শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। এ সময় ভিডিওতে কয়েক শিক্ষার্থীকে ‘বর্জন কর-আমরা থামব না, আমরা বিশ্রাম নেব না’ বলে স্লোগান দিতে দেখা গেছে। গত মাস থেকেই ইসরায়েলবিরোধী আন্দোলনে উত্তাল রয়েছে যুক্তরাষ্ট্রের ১৫০-এরও বেশি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে সময় ঘনিয়ে আসে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠানের। কিন্তু উত্তপ্ত অবস্থার মুখে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কয়েক ডজন ক্যাম্পাসে এ আয়োজন বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দেশে আন্দোলন : ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে যুক্তরাষ্ট্র থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, সুইডেন, অস্ট্রিয়া, গ্রিসসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাজ্যের বিশ্বখ্যাত দুই বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁবু টানিয়ে বিক্ষোভ করছেন। জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লিপজিগের প্রধান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিপজিগেও বিক্ষোভ চলছে। ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয় সাইন্সেস পো ইউনিভার্সিটিতেও আন্দোলন চলছে। একই সঙ্গে বিক্ষোভ চলছে ইউনিভার্সিটি অব লুজান, ইউনিভার্সিটি অব জেনেভা এবং ইউনিভার্সিটি অব জুরিখে। খবরে বলা হয়, অস্ট্রিয়ার বিখ্যাত ভিয়েনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বৃহস্পতিবার থেকে অবস্থান নিয়েছেন কয়েক ডজন ইসরায়েলবিরোধী বিক্ষোভকারী। বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়েও এক সপ্তাহ ধরে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শতাধিক শিক্ষার্থী। এ ছাড়া গত এক সপ্তাহে আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, ইতালি, স্পেনের বিভিন্ন ক্যাম্পাসেও ইসরায়েলবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ খবর