সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

জিম্বাবুয়ের সঙ্গে শেষ ম্যাচে ধরাশায়ী

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের সঙ্গে শেষ ম্যাচে ধরাশায়ী

দু-একটি ব্যতিক্রম ছাড়া বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশার -রোহেত রাজীব

সিরিজের প্রথম ৪ ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ। পঞ্চম ও শেষ ম্যাচও খেলবেন ডানহাতি ফাস্ট বোলার। এমন পরিকল্পনাই ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু ম্যাচ শুরুর আগে হঠাৎ জানা যায়, তাসকিন খেলবেন না ম্যাচটি। ডান হাতি ফাস্ট বোলারের অনুপস্থিতিতে হেরে যায় বাংলাদেশ।

৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে। বড় ব্যবধানে হারলেও ৫ ম্যাচ টি-২০ সিরিজটি বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। সিরিজে টানা ৪ ম্যাচ নাজমুলবাহিনী জিতেছে যথাক্রমে ৮ উইকেটে, ৬ উইকেটে, ৯ রানে ও ৫ রানে। শেষ ম্যাচটি না খেললেও ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন তাসকিন। ইনজুরিতে পড়ে তাসকিনের টি-২০ বিশ্বকাপ শতভাগ নিশ্চিত নয় এখন। গতকাল রাতে স্ক্যানিং করা হয়েছে তার মাংসপেশির টানের। আজ রিপোর্ট পাওয়ার পর দল টি-২০ বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে। স্কোয়াডের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকবেন প্রায় নিশ্চিত। ম্যাচে দলের নেতৃত্বে নাজমুলকে সহযোগিতায় ছায়া হিসেবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে ৫৪ রানের ইনিংস খেলা মাহমুদুল্লাহ রিয়াদকে। সিরিজের প্রথম ৩ ম্যাচ হয়েছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শেষ দুটি হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ৫ ম্যাচের তিনটি হয়েছে সন্ধ্যা ৬টায়, তৃতীয়টি হয়েছে দুপুর ৩টায় এবং গতকাল হয়েছে সকাল ১০টায়। সময়ের এই হেরফের রাখার কারণ, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সময়ের ব্যবধান। টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ঢাকা ছাড়তে পারে ১৫ মে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ৩টি টি-২০ ম্যাচ খেলবে ডালাসে স্বাগতিকদের সঙ্গে। বিশ্বকাপে টাইগারদের খেলা ৮, ১০, ১৩ ও ১৭ জুন যথাক্রমে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। প্রথম দুটি ম্যাচ যথাক্রমে ডালাস ও নিউইয়র্কে এবং শেষ দুটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে। গতকাল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে বাংলাদেশ। সিরিজে এটাই সবচেয়ে বেশি দলগত স্কোর টাইগারদের। মাহমুদুল্লাহ ৫৪ রান করেন। জিম্বাবুয়ের জয়ের নায়ক ওপেনার ব্রায়ান বেনেট ও অধিনায়ক সিকান্দার রাজা। ম্যাচসেরা বেনেট ৭০ রান করেন ৪৯ বলে। রাজা অপরাজিত ছিলেন ৭২ রানে।

সর্বশেষ খবর