সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

হজযাত্রীদের ভিসা জটিলতা কাটেনি

নিজস্ব প্রতিবেদক

গত ৯ মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। অনেকেই এখন সৌদি আরবে আর অনেকে এখনো ভিসার জন্য অপেক্ষা করছেন। ভিসা জটিলতার কারণে অনেকেই এখন আছেন দুশ্চিন্তায়। যদিও ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা জটিলতা কেটে যাবে। সবাই হজে যেতে পারবেন। ইতোমধ্যেই ভিসার আবেদন শেষ হলেও সৌদি সরকারকে বৃদ্ধির আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। ভিসা আবেদনের সিস্টেমে এখনো আবেদন করতে পারছে হজযাত্রীরা।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। গতকাল সকালে হজ বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৬৫ হাজার ২৫১ হজযাত্রীর ভিসা হয়েছে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯২ শতাংশ ; বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৭৬ শতাংশ। সিস্টেমে ভিসার আবেদন নেওয়ার কারণে গতকালও অনেকেই ভিসার আবেদন করেছেন। এদিকে, গত তিন দিনে প্রায় ১৪ হাজার ২১২ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। গত দুই দিন খোঁজ নিয়ে জানা গেছে, যাদের ভিসা হয়নি তারা দৌড়ঝাঁপ করছেন এজেন্সি অফিসে। অনেকেই এজেন্সি অফিসে বসে অপেক্ষা করছেন আর আল্লাহকে স্মরণ করছেন যেন ভালোভাবে সবকিছু হয়ে যায়। দুই দফা সময় বাড়ানোর পরও অনেকের ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি এজেন্সিগুলো। এ কারণে অনিশ্চয়তা তৈরি হয় বহু হজ যাত্রীর। ভিসা সংকট নিয়ে গতকাল সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের সচিব মো. মতিউল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখন পর্যন্ত সিস্টেম চালু আছে। ৭৩ হাজার ১৪৬ হজযাত্রীর ভিসা অলরেডি প্রিন্ট হয়েছে, কিছু ওয়েটিংয়ে আছে। সৌদি সরকার ভিসার মেয়াদ বাড়িয়েছে কি না সে বিষয়ে বলেন, তারা ঘোষণা দেয়নি কতদিন বাড়িয়েছে তবে সিস্টেম চালু আছে, সবাই আবেদন করতে পারছে। যারা ভিসা সংকটে আছে তাদের ভিসা হয়ে যাবে আমরা আশা করছি। হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানিয়েছেন, হজ ভিসা সিস্টেম চালু আছে এবং ভিসা ইস্যু চলমান আছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২ হাজার ভিসা ইস্যু করা বাকি আছে। স্মার্ট হলো হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড প্রক্রিয়া : ২০২৩-২৪ অর্থবছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ভাবন ও সেবা সহজীকরণ কার্যক্রমের আওতায় স্মার্ট করা হয়েছে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড প্রক্রিয়া। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-হজ বিডি মোবাইল অ্যাপে সরকারি মাধ্যমের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড সেবার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সর্বশেষ খবর