সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনের পর আরও বেড়েছে সংকট : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মনে করেছে- নির্বাচনের পর সংকট কেটে গেছে। কিন্তু সংকট উতরে যায়নি, বরং আরও বেড়েছে। দেশের অবস্থা আরও খারাপ হয়েছে। গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত বছর ২৭ অক্টোবরের পর এই প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন মির্জা ফখরুল। গত ৮ মে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কে এলো না এলো- এটা নিয়ে বিএনপির ইন্টারেস্ট নেই। বাংলাদেশের জনগণই আমাদের ভরসা। আমাদের পুরো আস্থা জনগণের ওপর। বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে রাজনীতি করতে না পারে, সে জন্য তাদের সাজা দিয়ে দূরে রাখতে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিরোধী দলের নেতাদের কারাগারে রাখার জন্যই এই পদক্ষেপ। বিরোধী নেতাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে। আইন মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে- কোন কোন মামলায় বিনা শুনানিতে বিচার হবে। ‘সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, গায়েবি’ মামলায় এ পর্যন্ত বিএনপির প্রায় দুই হাজার নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে দাবি করে তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে, দেশ থেকে রাজনীতিকে একেবারে নির্বাসনে দেওয়া। মির্জা ফখরুল এ সময় বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে ‘জনগণের আকাক্সক্ষা বাস্তবায়ন’ না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে অবিলম্বে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানান বিএনপির এই মুখপাত্র।

সর্বশেষ খবর