মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

দেশে ফিরল দস্যুর কবলে পড়া সেই জাহাজ

অপেক্ষার অবসান হচ্ছে ২৩ পরিবারের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশে ফিরল দস্যুর কবলে পড়া সেই জাহাজ

সোমালিয়ান দস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ নোঙর করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। গতকাল সন্ধ্যায় কুতুবদিয়া এলাকায় জাহাজটি নোঙর করে। মঙ্গলবার (আজ) দুপুরে দায়িত্ব হস্তান্তর শেষে জিম্মিদশা থেকে মুক্ত হওয়া ২৩ নাবিক উপকূলে ফিরবেন। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘আরব আমিরাত থেকে চুনাপাথর নিয়ে এমভি আবদুল্লাহ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় নোঙর করেছে। রাতেই দায়িত্ব বুঝে নেওয়ার জন্য ২৩ নাবিক এমভি আবদুল্লাহর উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবেন। মঙ্গলবার দুপুরে নতুন ২৩ নাবিক আবদুল্লাহর দায়িত্ব বুঝে নেবেন। একই সময় জিম্মি হওয়া ২৩ নাবিক উপকূলে ফিরে আসবেন।’ প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়। জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং করপোরেশনের। জাহাজটি সাধারণ পণ্য পরিবহন করে থাকে।

 

 

সর্বশেষ খবর