মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

প্রতিরক্ষায় চমক দেখালেন পুতিন

প্রতিদিন ডেস্ক

প্রতিরক্ষায় চমক দেখালেন পুতিন

প্রতিরক্ষায় চমক দেখালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকে সরিয়ে একজন বেসামরিক অর্থনীতিবিদকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি হলেন অর্থনীতির বিশেষজ্ঞ, সাবেক উপপ্রধানমন্ত্রী আন্দ্রি বেলুসোভ (৬৫)। সূত্র : রয়টার্স, বিবিসি। বেলুসোভ পুতিনের বেশ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ফের রাশিয়াকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পুতিনের আকাক্সক্ষার অংশীদার তিনি। বেলুসোভ পুতিনের শীর্ষ টেকনোক্র্যাটদের সঙ্গেও কাজ করেছেন, যারা আরও বৃহত্তর উদ্ভাবন ও নতুন ধারণার সমঝদার। রাশিয়ার ড্রোন কর্মসূচিতেও বেলুসোভের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আরেক খবরে বলা হয়, দীর্ঘদিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মিত্র সের্গেই শোইগুকে এবার রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের সচিব বানাতে যাচ্ছেন পুতিন। শোইগু (৬৮) ২০১২ সাল থেকে টানা ১২ বছর ধরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলেছেন। পুতিন এই দীর্ঘদিনের বন্ধু ও মিত্রকে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের সচিব করার পাশাপাশি তাকে সামরিক-শিল্প কমপ্লেক্সের দায়িত্বও দিতে চান বলে উল্লেখ করেছে ক্রেমলিন। শোইগু যে নতুন পদে নিয়োগ পাচ্ছেন তা তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভূমিকার চেয়েও উচ্চ পদ বলে বিবেচনা করা হচ্ছে।

সর্বশেষ খবর