মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীরা মাঠে মন্ত্রী-এমপিদের স্বজনরা

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পরিষদে তৃতীয় ধাপের নির্বাচনের প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। গতকাল প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনি প্রচার-প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ভোট হবে ২৯ মে। তারা ২৭ মে রাত ১২টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন।

এদিকে তৃতীয় ধাপের নির্বাচনের এমপি-মন্ত্রীদের স্বজনরা নির্বাচনি মাঠে রয়েছেন। অনেক এলাকায় এমপির প্রভাবে প্রার্থিতা প্রত্যাহার করেছেন অনেক প্রার্থী। প্রথম ও দ্বিতীয় ধাপের পর তৃতীয়        ধাপের নির্বাচনেও এমপি-মন্ত্রীদের অন্তত ১৪ জন স্বজনেরা প্রার্থী হয়েছেন। গত রবিবার এ ধাপের নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ ধাপে এমপি-মন্ত্রীদের ১৮ জন স্বজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একজনের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার করেননি ১৪ জন স্বজন। এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট হয়েছে ৮ মে। দ্বিতীয় ধাপের ১৫৯ উপজেলায় ভোট হবে ২১ মে। আর তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোট গ্রহণ হবে ২৯ মে। তৃতীয় ধাপের ভোটে ১৩০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। চেয়ারম্যান পদে ৭৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছয় প্রার্থী। এদের মধ্যে ভান্ডারিয়ার সব পদ, গোসাইরহাটে ভাইস চেয়ারম্যান ও সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর : প্রার্থিতা প্রত্যাহার শেষেও মন্ত্রী-এমপিদের স্বজনের মধ্যে পাবনার ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন স্থানীয় এমপি মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেল। বগুড়ার শিবগঞ্জে জাতীয় পার্টির এমপি শরীফুল ইসলাম জিন্নাহর শ্যালক ফিরোজ আহম্মেদ রিজু প্রার্থী রয়েছেন। রামু উপজেলায় চেয়ারম্যান পদে আছেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বড় ভাই সোহেল সরওয়ার কাজল। উখিয়া উপজেলায় মাঠে আছেন স্থানীয় এমপি শাহীন আক্তারের ভাই জাহাঙ্গীর কবির চৌধুরী। এ ছাড়া কুমিল্লা; সিলেট; লক্ষ্মীপুর; নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়াসহ আরও কয়েক জেলায় মন্ত্রী-এমপির স্বজনরা প্রাথী হিসেবে রয়েছেন।

সর্বশেষ খবর