মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা
মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলকে একসঙ্গে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনোর লাশে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মতানৈক্য ভুলে সব জাতীয় বীরদের সম্মান জানানো উচিত। তিনি বলেন, এই ব্যক্তিটি (রনো) সারাজীবন দেশের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের মুক্তির জন্য, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। তাঁর চলে যাওয়া নিঃসন্দেহে শূন্যতা সৃষ্টি করেছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশকে যা দেখতে চেয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে, সেই বাংলাদেশ তিনি দেখতে পাননি। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে দেশে। সেই বিভাজন থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত। জাতীয় পার্টির চেয়ারম্যান (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, মনিরুল হক চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর