শিরোনাম
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ ও জনগণ আজ গুরুতর সংকটের মুখোমুখি। তারা এ সংকট থেকে মুক্তি চায়। দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। লুটপাট, দুর্নীতি, অর্থনৈতিক সংকট দিন দিন প্রকট আকার ধারণ করেছে। তার প্রধান কারণ হলো- দেশে গণতন্ত্রের অনুপস্থিতি। গতকাল বিকাল সাড়ে ৪টায় সমমনা জোট এবং সন্ধ্যা ৬টায় লেবার পার্টির সঙ্গে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি, সমমনা জোট ও লেবার পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যেসব রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করছে- আমরা তাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছি। দেশে বিদ্যমান সংকট নিরসনে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনে কীভাবে অগ্রসর হতে পারি সেসব বিষয় নিয়ে আলোচনা করছি। ধারাবাহিক আলোচনা শেষে নতুন যে কর্মসূচি দেওয়া হবে। পৃথক দুটি বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে স্থায়ী কমিটির অপর সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান অংশ নেন। প্রথম বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে ছিলেন- এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আবু তাহের, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম।

দ্বিতীয় বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। তাদের মধ্যে ছিলেন- পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা প্রমুখ। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘ডোনাল্ড লু’ আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়, আমরা যতটা শঙ্কিত কুকি চীনের তৎপরতা নিয়ে। কারণ এদের তৎপরতা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।’

 

সর্বশেষ খবর