শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা
বাংলাদেশ প্রসঙ্গে নাতালিয়া

মাতৃমৃত্যু রোধে উন্নতি অভাবনীয়

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম বলেছেন, মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে। ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর হার  এক-তৃতীয়াংশ কমেছে। বাংলাদেশে এই হার কমেছে ৩৮ শতাংশ। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘গ্লোবাল ডায়ালগ : ডেমোগ্রাফিক ডাইভারসিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ড. নাতালিয়া কানেম আরও বলেন, ১৯৯০ সাল থেকে বিশ্বব্যাপী গর্ভনিরোধক ব্যবহারকারী নারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০০০ সাল থেকে ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের মধ্যে গর্ভধারণ এক-তৃতীয়াংশ কমেছে।  এ ছাড়াও প্রজনন অধিকার রক্ষার জন্য আইন প্রণয়ন করেছে অনেক দেশ। সেই আইনে অনিরাপদ গর্ভপাত কমানো এবং ব্যাপক যৌনতা শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে একজন নারীর জন্য সন্তান জন্ম দেওয়া অনেক নিরাপদ। তবুও নারীরা অসমতার রাজত্ব থেকে বের হতে পারেনি। সমাজে নারীদের উল্লেখযোগ্য অগ্রগতি হলেও অনেক গ্যাপ রয়ে গেছে। টেকসই উন্নয়ন অর্জনের জন্য সেই গ্যাপগুলো পূরণ করতে হবে।

সর্বশেষ খবর