শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খুঁজতে হবে

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খুঁজতে হবে

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি আছে। রোহিঙ্গারা নিজ ভূমিতে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব। বাংলাদেশও তাদের ফেরত পাঠানোর জন্য প্রস্তুত। কিন্তু সবাই রাজি থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খুঁজে বের করতে হবে। জাতীয় সংসদ ভবনে গতকাল মিয়ানমার বিষয়ক মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। আবদুল মোমেন আরও বলেন, রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এ সংকট শুধু মিয়ানমার ও বাংলাদেশের নয়, বরং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও বড় সমস্যা। এমনকি এটি বৈশ্বিক সমস্যা হিসেবেও আবির্ভূত হওয়ার সংশয় রয়েছে।

সর্বশেষ খবর