শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

আরও ৪৫ জনকে বিএনপির শোকজ

নিজস্ব প্রতিবেদক

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তৃতীয় ধাপের ৪৫ জন প্রার্থীকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বিএনপি। ৪৮ ঘণ্টার মধ্যে সবাইকে চিঠির জবাব দিতে বলা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় এখন পর্যন্ত ৩ শতাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় দফতর থেকে এই শোকজ  নোটিস দেওয়া হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। দলের দায়িত্বশীল সূত্র জানায়, চিঠির জবাব সন্তোষজনক না হলে বা কেউ জবাব না দিলে শোকজপ্রাপ্তদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হবে। আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোট গ্রহণ হবে। এই ধাপের নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গত ১২ মে রবিবার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর